• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

জয়পুরহাটে গবেষণা, উন্নয়ন ও শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা বিষয়ে কর্মশালা


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০১৯, ১১:২১ AM / ২৭
জয়পুরহাটে গবেষণা, উন্নয়ন ও শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা বিষয়ে কর্মশালা

 

জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), জয়পুরহাট এর ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি’র (আইএএমএম) উদ্যোগে ’গবেষণা ও উন্নয়ন এবং শিল্পায়নে উদ্যোক্তাদের সম্পৃক্ততা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিসিএসআইআর মিলনায়তনে ব্যবসায়ী ও সাংবাদিকদের নিয়ে এই কর্মশালায় বিসিএসআইআর এর সদস্য (অর্থ) (যুগ্ম সচিব) মুহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, বিসিএসআইআর এর বিজ্ঞানী ড. হোসনে আরা, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আমিনুল বারী প্রমুখ।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, বিসিএসআইআর জয়পুরহাট এর পরিচালক ড. মুহাম্মদ নাজিম জামান, স্বাগত বক্তব্য দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মধুসুধন সাহা। কর্মশালায় স্থানীয় ব্যবসায়ীরা জয়পুরহাট বিজ্ঞান গবেষণারের উদ্ভাবিত শিল্পপন্য সমূহ নিয়ে শিল্পা-কারখানা গড়ে তোলার বিভিন্ন সম্ভাবনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:২২এএম/২৪/৪/২০১৯ইং)