• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন

জোয়ান অব আর্কের জন্ম


প্রকাশের সময় : জানুয়ারী ৬, ২০১৭, ১০:২১ AM / ৪১
জোয়ান অব আর্কের জন্ম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ৬ জানুয়ারি, ২০১৭, শুক্রবার। ২৩ পৌষ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
• ১৮৩৮- সামুয়েল মোর্স জনসমক্ষে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফের কাজ প্রদর্শন করেন।
• ১৯৫০- সালে ব্রিটেন চীনের কমিউনিস্ট শাসনকে স্বীকৃতি দেয়।
• ১৯৭৯- মৌসুমী বায়ু পরীক্ষামূলক প্রথম রকেট ‘রোহণী’ উৎক্ষেপণ করে ভারত।

জন্ম

• ১৩৬৭ – ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
• ১৩৮৪ – এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।
• ১৪১২ – জোন অব আর্ক। পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী। ইংরেজদের সঙ্গে যদ্ধের (১৩৩৭-১৪৫৩) সময় তিনি ফ্রান্সের সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেন। তার স্মরণে ফ্রান্সে অনেক স্মৃতিসৌধ নির্মিত হয়েছে।
• ১৭০৬ – বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ।
• ১৯৬৬ – এ আর রহমান, একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক ।
• ১৯১৯-নোবেল শান্তি পুরস্কার বিজয়ী [১৯০৬] মার্কিন প্রেসিডেন্ট
থিওডোর রুজভেল্টের জন্ম।

মৃত্যু
• ১৮৮৪ – গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
• ১৯১৮ – গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
• ১৯১৯ – থিওডোর রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
• ১৯৭১- বিখ্যাত জাদুশিল্পী পি সি [প্রতুল চন্দ্র] সরকারের মৃত্যু।
• ১৯৮০ – দিলীপকুমার রায়, বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।
• ১৯৮৪-প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী আঙুরবালার মৃত্যু।
• ১৯৮৯ – সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী।
• ২০০৪ – সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:১৬এএম/৬/১/২০১৭ইং)