• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

জিও ফিল্ম ফেয়ার পুরস্কার(ইস্ট) ২০১৮ সালের বিজয়ী যারা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০১৮, ১২:৪৬ PM / ৪৩
জিও ফিল্ম ফেয়ার পুরস্কার(ইস্ট) ২০১৮ সালের বিজয়ী যারা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : বিনোদন জগতে কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় জিও ফিল্ম ফেয়ার পুরস্কার। এই পুরস্কার নি:সন্দেহে তারকাদের জন্য গর্বের। কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে শনিবার সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০১৮ সালের জিও ফিল্ম ফেয়ার পুরস্কার বিজয়ীদের তালিকা

সেরা ছবি: বিসর্জন

সেরা পরিচালক: কৌশক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)

সেরা ছবি (সমালোচক): ময়ূরাক্ষী

সেরা অভিনেতা(জনপ্রিয়তায়): প্রসেনজিৎ চট্রোপাধ্যায় (ময়ূরাক্ষী)

সেরা অভিনেতা(সমালোচক): সৌমিত্র চট্রোপাধ্যায় (ময়ূরাক্ষী)

সেরা অভিনেত্রী(জনপ্রিয়তা): জয়া আহসান (বিসর্জন)

সেরা অভিনেত্রী(সমালোচক): ইশা সাহা (প্রজাপতি বিস্কুট)

সেরা সহ-অভিনেত্রী: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)

সেরা সহ-অভিনেত্রী: মমতা শঙ্কর (মাছের ঝোল)

সেরা মিউজিক অ্যালবাম: প্রজাপতি বিস্কুট

সেরা গীতিকার: রিতম সেন (তোমাকে বুঝিনা প্রিয়-প্রজাপতি বিস্কুট)

সেরা গায়ক: নচিকেতা চক্রবর্তী (কেন এ রকম কিছু হল না-পোস্ত)

সেরা গায়িকা: চন্দ্রানী বন্দ্যোপাধ্যায় (তোমাকে বুঝি না প্রিয়-প্রজাপতি বিস্কুট)

লাইফটাইম অ্যাচিভমেন্ট: সাবিত্রী চট্রোপাধ্যায় এবং মৃণাল সেন

সেরা নবাগত পরিচালক: মানস মুকুল পাল(সহজ পাঠের গপ্পো)

সেরা নবাগত অভিনেতা: নুর ইসলাম এবং সামিউল আলম(সহজ পাঠের গপ্পো)

সেরা নবাগত অভিনেত্রী: রুক্ষিনী মৈত্র

সেরা মৌলিক গল্প: কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসর্জন)

সেরা চিত্রনাট্য: মানস মুকুল পাল( সহজ পাঠের গপ্পো)

সেরা সংলাপ: প্রতিম ডি গুপ্ত (মাছের ঝোল)

সেরা শব্দগ্রহণ: অনির্বাণ সেনগুপ্ত (বিসর্জন)

সেরা সম্পাদনা: সজয় দত্ত রায় এবং অনির্বাণ মাইতি (সহজ পাঠের গপ্পো)

সেরা চিত্রগহণ: সুপ্রিয় দত্ত (প্রজাপতি বিস্কুট)

সেরা আবহ সংগীত: দেবজ্যোতি মিশ্র (ময়ূরাক্ষী)

সেরা প্রোডাকশন ডিজাইন: মধুজা বন্দ্যোপাধ্যায় এবং কৌশিক বারিক( প্রজাপতি বিস্কুট)

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১২:৩৩পিএম/১৮/২/২০১৮ইং)