• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৮ অপরাহ্ন

জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদ কারাগারে


প্রকাশের সময় : জুলাই ২৫, ২০১৮, ২:০৩ PM / ৪৬
জামায়াতের সাবেক এমপি হামিদুর রহমান আযাদ কারাগারে

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পর সাবেক এমপি ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ ২৫ জুলাই(বুধবার) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ আদেশ দেয়।

বিষয়টি সাংবাদিকদের জানান হামিদুর রহমান আযাদের আইনজীবী আবদুস সুবহান তরফদার।

এই আইনজীবী সূত্রে জানা যায়, ২০১৩ সালের মার্চ মাসে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় জামায়াতে ইসলামীর ঢাকা মহাগর শাখার আমির রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ ও মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওই বছরের ২১ মার্চের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নিদের্শ দেওয়া হয়েছিল।

২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি জামায়াতের এ তিন নেতার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে ট্রাইব্যুনাল। এরপর এ বিষয়ে তারা ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:০০পিএম/২৫/৭/২০১৮ইং)