• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০১৮, ৮:২৪ PM / ৫৭
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

মো. নুরুজ্জামান, ঢাকা : জাতীয় পার্টি একাদশ জাতীয় নির্বাচনের অংশগ্রহণকারীদের মাঝে দলীয় নেতাকর্মীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রয় শুরু করেছে। রোববার(১১ নভেম্বর) দুপুর ১২টায় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনয়ন ফরম ক্রয় করেন। তিনি ঢাকা-১৭, রংপুর-৩ এবং সাতক্ষীরা-৪ অাসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ-৪, অপর কো-চেয়ারম্যান জিএম কাদের লালমনিরহাট-৩, পার্টির মহাসচিব পটুয়াখালী-১ ও ৪ এবং ঢাকা-৪ থেকে সৈয়দ অাবু হোসেন বাবলা, ঢাকা-১ থেকে সালমা ইসলাম, ঢাকা-৬ থেকে কাজী ফিরোজ রশিদ, ঢাকা-১৩ থেকে শফিকুল ইসলাম সেন্টু, খুলনা-১ থেকে সুনীল শুভ রায়, লালমনিরহাট-১ থেকে মেজর অব. খালেদ অাখতার, নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) থেকে লিয়াকত হোসেন খোকা, ব্রাহ্মণবাড়িয়া-৩ থেকে রেজাউল ইসলাম ভূইয়াসহ দলের কয়েকজন হেভিওয়েট নেতা হুসেইন মুহম্মদ এরশাদের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। আগামী ১৩ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত এ ফরম বিক্রয় করা হবে বলে জানিয়েছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ। পরদিন ১৪ নভেম্বর প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহন করা হবে।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:২৪পিএম/১১/১১/২০১৮ইং)