• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

জাতীয় ঈদগায়ে প্রধান জামাত অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০১৭, ৯:৪১ AM / ৩৩
জাতীয় ঈদগায়ে প্রধান জামাত অনুষ্ঠিত

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার সকাল ৮টায় প্রথম জামাত শুরু হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তারা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন। ঈদ জামায়াতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানেও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য উপস্থিতি ছিল। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেন। এখানে সকাল ৯টায় তৃতীয়, সকাল ১০টায় চতুর্থ ও বেলা পৌনে ১১টায় শেষ জামাত অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজাহার নামাজ পড়ার জন্য সমাগম ঘটে অসংখ্য মানুষের। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। এ কারণে ঈদগাহের বাইরের প্রধান সড়কে মুসল্লিদের লম্বা লাইন দেখা যায়।

প্রতি বছরের মতই ঈদ জামাত উপলক্ষে এবারও বাড়তি সতর্কতা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বোমা নিষ্ক্রিয় করার মেটাল ডিটেক্টর ছাড়াও জাতীয় ঈদগাহ মাঠের পুরো অংশ ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়েছে। মাঠ ও এর আশপাশে স্থাপন করা হয়েছে সিসিটিভি। সার্বিক নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার, এপিবিএনসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয় রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৪০এএম/২/৯/২০১৭ইং)