• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

জাকার্তার ইসতিকলাল মসজিদ


প্রকাশের সময় : মার্চ ১৬, ২০১৮, ৯:১৫ AM / ৩৩
জাকার্তার ইসতিকলাল মসজিদ

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : আরবি ইসতিকলাল শব্দটির অর্থ স্বাধীনতা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ইসতিকলাল মসজিদটি নির্মিত হয়েছে দেশটির ম্বাধীনতার স্মরণে।

১৯৭৮ সালে নির্মাণ সম্পন্ন হওয়া মসজিদটি দেশটির জাতীয় মসজিদ। ২ লাখ মুসল্লি ধারণক্ষমতা বিশিষ্ট মসজিদটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। নির্মাণকালীন এটি ছিল ধারণ ক্ষমতার দিক থেকেদক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এবং মসজিদে হারাম ও মসজিদে নববীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম সুন্নি মসজিদ।

এর মিনারটির উচ্চতা ১০০ মিটার। ইন্দোনেশিয়ার মসজিদগুলো সাধারণত তিন স্তরের ছাদ বিশিষ্ট হলেও এই মসজিদটির নকশা করা হয়েছে আরবের স্থাপত্যশৈলীর অনুকরণে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:১৫এএম/১৬/৩/২০১৮ইং)