• ঢাকা
  • সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩১ পূর্বাহ্ন

চীনে মিস ওয়ার্ল্ডের ১ম ৩০ জনের মধ্যে ঐশী


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০১৮, ১:৫৮ PM / ৭৪
চীনে মিস ওয়ার্ল্ডের ১ম ৩০ জনের মধ্যে ঐশী

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার উদ্দেশ্যে নভেম্বরের শুরুর দিকে বাংলাদেশ থেকে চীনে উড়াল দিয়েছেন ঐশী। বিশ্বের ১১৮ জন প্রতিযোগীর মধ্যে সেরা ৩০ জনের মধ্যে স্থান করে নিয়েছেন তিনি।

এরই মধ্যে শেষ হলো চীনে অনুষ্ঠিত বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্ব। এই বিভাগে কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। সব মিলিয়ে সাজানো হয় ২০টি গ্রুপ। এ পর্বে জয়ী হয়ে ২০টি গ্রুপের বিজয়ীদের মধ্যে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ঐশী। ৩০ নভেম্বর নির্বাচিত ২০টি গ্রুপের বিজয়ীদের মধ্যে ৬ নম্বর গ্রুপের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশি এ সুন্দরীর নাম।

‘হেড টু হেড’ চ্যালেঞ্জের ৬ গ্রুপের বিজয়ী ঐশী লড়াই করেছেন আয়ারল্যান্ড, চীন, ডেনমার্ক ও ব্রাজিলের সুন্দরীদের সঙ্গে লড়েছেন। প্রতিযোগিতার ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের বিজয়ী ২০টি গ্রুপের মধ্যে আছে বাংলাদেশ, মরিশাস, ফ্রান্স, ভেনেজুয়েলা, ফিলিপাইন, নাইজেরিয়া, চিলি, লেবানন, মালয়েশিয়া, গোয়াডলুপ, মিয়ানমার, ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বুলগেরিয়া, মেক্সিকো, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আর্জেন্টিনা ও উগান্ডা।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ বিভাগের পছন্দের প্রতিযোগীকে ভোট প্রদানের পদ্ধতি ছিল চার ধরনের। এগুলো হলো প্রত্যেক দেশের মিস ওয়ার্ল্ড অফিশিয়াল ফেসবুক পেজে লাইক সংখ্যা, মিস ওয়ার্ল্ড ওয়েবসাইটে কনটেস্ট্যান্ট অপশনে গিয়ে ভোট প্রদান, অফিশিয়াল মবস্টার অ্যাকাউন্টে প্রতিযোগীদের ছবিতে লাইক দেওয়া ও কমেন্ট করা এবং মডেল পাওয়ার লাইভে নির্দিষ্ট লিংকে ক্লিক করে পছন্দের প্রতিযোগীকে লাইক দেওয়া।

‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের বিজয়ী ২০টি গ্রুপের বিজয়ীরা একে অন্যের সঙ্গে লড়বেন। নাইজেরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ।
‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের ২০টি গ্রুপের বিজয়ীদের সঙ্গে চীনের মিস ওয়ার্ল্ড ২০১৮-এর মঞ্চে ঐশী। ছবি: সংগৃহীত
এদিকে মিস ওয়ার্ল্ড ট্যালেন্ট ফাইনালে অস্ট্রিয়া, মিসর, রুয়ান্ডা, চিলি ও জাম্বিয়ার প্রতিযোগীদের পাশাপাশি নৃত্য পরিবেশন করে বিচারকদের মন মাতিয়েছেন ঐশী। ৯ নভেম্বর চীনের সায়নায় অনুষ্ঠিত হওয়া এ ‘মিস ওয়ার্ড ২০১৮’ এ বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

পিরোজপুরের মেয়ে ঐশী। এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলেন ঢাকায়। এ সময় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগ্রহ হয় তার। সেই আগ্রহ থেকেই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় তার অংশ নেওয়া। এরপর ‘মিস বাংলাদেশ’ এর মুকুট জয় করেন তিনি। তারপর নভেম্বরে মিস ওয়ার্ল্ড ২০১৮ লড়তে বাংলাদেশ থেকে চীনে উড়াল দেন।
২০১৭ সালের মিস ওয়ার্ল্ডের ৬৭ তম আসরের অংশ নিয়েছিলেন ‘মিস বাংলাদেশ’ করা জেসিয়া ইসলাম। তিনি গ্রুপ সিক্স থেকে বিজয়ী হয়ে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সেরা ৪০ জনের একজন ছিলেন। অবশেষে সেমি ফাইনাল তালিকা থেকে বাদ পড়েছিল তার নাম। সে বছর ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ এর মুকুট ছিনিয়ে নেন মিস ইন্ডিয়া মানসী চিল্লার। ২০১৮ সালের বিশ্বসুন্দরীকে মুকুট পরিয়ে দেবেন গতবারের মিস ওয়ার্ল্ড ভারতের মানসী।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৫৮পিএম/২/১২/২০১৮ইং)