• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

চলে গেলেন ধ্রুপদী গায়ক ওস্তাদ ফতেহ আলী খান


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০১৭, ১০:০৬ PM / ৫১
চলে গেলেন ধ্রুপদী গায়ক ওস্তাদ ফতেহ আলী খান

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ‘মোরা পিয়া মুজে বোলে না’-খ্যাত বিখ্যাত পাকিস্তানি ধ্রুপদী গায়ক ওস্তাদ ফতেহ আলী খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দুস্তান টাইমস জানায়, বুধবার ফতেহ আলী খান মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ফতেহ আলী খান ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে ১০দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তিনি ফুসফুসের অসুখে ভুগছিলেন।

তার ভাতিজা ও বিখ্যাত গায়ক শাফকাত আমানত আলী এ কিংবদন্তি কাওয়ালের ছবি শেয়ার করে টুইটারে জানান, ওস্তাদ ফতেহ আলী খান সাহেবের মৃত্যুর সঙ্গে সঙ্গে পাতিয়ালা ঘরানার একটা যুগের অবসান হলো। তার অনুপস্থিতি কল্পনা করা অসম্ভব ও যে শূন্যতা তৈরি হলো তা পূরণের নয়।

১৯৩৫ সালে পাতিয়ালায় জন্মগ্রহণ করেন ফতেহ আলী খান। মাত্র ১২ বছর বয়সে ১৪ বছর বয়সী বড় ভাই আমানত আলী খানের সঙ্গে পাতিয়ালার মহারাজার দরবারের গায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। পাকিস্তানের জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কারসহ অনেক আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন ফতেহ আলী খান।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:৪০পিএম/৫/১/২০১৭ইং)