• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক পি এ কাজল


প্রকাশের সময় : মে ২৫, ২০১৭, ৪:০০ PM / ৩৯
চলে গেলেন চলচ্চিত্র পরিচালক পি এ কাজল

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পি এ কাজল মারা গেছেন।

বুধবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি লিভার সংক্রান্ত জটিলতায় তিনি দীর্ঘ দিন থেকে ভুগছিলেন।

পরিবার জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রার্থনার জন্য স্বামীবাগ মন্দিরে তার লাশ নিয়ে যাওয়া হবে। বিকেলে রাজারবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

পি এ কাজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে চলচ্চিত্রাঙ্গনে তার যাত্রা শুরু হয়।

১৯৯১ সালে ‘গোধূলী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান পি এ কাজল।

‘এক টাকার বউ’, ‘আমার প্রাণের স্বামী’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘মুক্তি’, ‘গণ দুশমন’, ‘ভণ্ড ওঝা’, ‘ভালোবাসা আজকাল’, ‘চোখের দেখা’ প্রভৃতি ছবিগুলো নির্মাণ করে খ্যাতি পেয়েছিলেন তিনি।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৩:৫৮পিএম/২৫/৫/২০১৭ইং)