• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:২২ পূর্বাহ্ন

চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৮, ১১:৩৮ AM / ৩৩
চবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

ঢাকারনিউজ২৪.কম, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের দু’টি রুম ভাঙচুরসহ দেশিয় অস্ত্রের মহড়া দিতেও দেখা যায় দু’গ্রুপের নেতাকর্মীদের। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার রাত ১২টা থেকে রাত দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- আশীষ, ইমরান, সঞ্জয়, প্রান্ত, আব্দুল মালেক, মোক্তার হোসেন, কাউসারসহ আরও পাঁচজন।

আহতদের মধ্যে মোক্তার হোসেন ও কাউসার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম ফজলে রাব্বি সুজনের অনুসারী হিসাবে পরিচিত। অন্যদিকে, আশীষ, ইমরান, সঞ্জয়, প্রান্ত, আব্দুল মালেক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সাঈদের অনুসারী বলে জানা যায়।

সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে আবু সাঈদের অনুসারী আশীষকে প্রথমে ফজলে রাব্বি সুজনের অনুসারী সাদ্দাম হেসেন মারধর করে। পরে এই খবর ছড়িয়ে পরলে উভয় গ্রুপের নেতাকর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় নিজেদের মধ্যে সংঘর্ষে জরিয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ড. শান্তনু পরিবর্তন ডটকমকে বলেন, মারামারির ঘটনায় প্রায় ১০-১২ জন আহত হয়েছেন। তাদের হাতে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৩৫এএম/১২/২/২০১৮ইং)