• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৮৩.৯৯


প্রকাশের সময় : মে ৪, ২০১৭, ১:২৯ PM / ৫৫
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসির পাসের হার ৮৩.৯৯

ঢাকারনিউজ২৪.কম:

এসএসসিতে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৩.৯৯ । চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (bise-ctg.portal.gov.bd) পরীক্ষার্থীদের নম্বরসহ ফল পাওয়া যাবে বলে জানান তিনি।

মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ৮৩৪৪ জন। শিক্ষা বোর্ড সূত্রে জানিয়েছে, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৮ হাজার ২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৬২ হাজার ৫৩৫ জন ছাত্রী।

এ বছর চট্টগ্রাম মহানগর বাদে চট্টগ্রাম জেলার ৬৮৪টি স্কুলে ৮৪ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী, মহানগরের ১৭৯টি স্কুলে ২৯ হাজার ৯১৭ জন, কক্সবাজার জেলার ১৩৫টি স্কুলে ১৫ হাজার ৪৪৩ জন, রাঙামাটি জেলার ৮০টি স্কুলে সাত হাজার ২৭০ জন, খাগড়াছড়ি জেলার ৭৫টি স্কুলে সাত হাজার ৭০৫ জন এবং বান্দরবান জেলার ৩৬টি স্কুলে দুই হাজার ৯৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম ০১.৩৪পিএম/০৪//২০১৭ইং)