• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়া-যুক্তরাষ্ট্রের শোক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০১৯, ১১:০৪ AM / ৩২
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় রাশিয়া-যুক্তরাষ্ট্রের শোক

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন। খবর বাসস।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘ঢাকায় এক অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানির ঘটনায় আমি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমি নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে, ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর মিলারও পুরান ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় বহু লোকের প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় মিলার বলেন, ‘এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের জনগণ এবং দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য চিন্তিত এবং তাদের জন্য প্রার্থনা করছি।’

পুরান ঢাকার অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এদিকে, কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:০৬এএম/২২/২/২০১৯ইং)