• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

ঘনিষ্ট মিত্রদেশের ওপরেও আমদানী শুল্ক বসালো যুক্তরাষ্ট্র


প্রকাশের সময় : জুন ১, ২০১৮, ৯:০৭ AM / ৩৮
ঘনিষ্ট মিত্রদেশের ওপরেও আমদানী শুল্ক বসালো যুক্তরাষ্ট্র

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : এবার উত্তর আমেরিকা ও ইউরোপের গুরুত্বপূর্ণ মিত্রদেশের ওপরেও আমদানি বাণিজ্যে শুল্কারোপ করলো যুক্তরাষ্ট্র। মূলত দেশটি থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০-২৫% হারে এ শুল্ক কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র জানায়, ৩১ মে মধ্যরাত থেকে মেক্সিকো, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের ওপর ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানীতে যথাক্রমে ২৫% এবং  ওপর ১০% এ শুল্ক আরোপ হবে।

যুক্তরাজ্য জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার পরও যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত তাদেরকে চরমভাবে হতাশ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য বিষয়ক কমিশনার সিসিলা ম্যালস্ট্রম বলেন, বিশ্ববাণিজ্যের জন্য খারাপ দিন এটি।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জিন ক্লাউড বলেন, এটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ শুল্কারোপ মার্কিন-কানাডার দীর্ঘদিনের সম্পর্কের জন্য অপমানজনক।

আফগানিস্তান যুদ্ধে মার্কিন সেনার সাথে কয়েক হাজার কানাডার সেনার প্রাণ দেয়ার কথাও তিনি মনে করিয়ে দেন এ সময়।

জাস্টিন ট্রুডো আরও বলেন, পহেলা জুলাই থেকে কানাডায় ১৩ বিলিয়ন মার্কিন পণ্য বাণিজ্যের ওপরে শুল্কারোপ করার পরিকল্পনা করছেন তিনি।

এখন থেকে যুক্তরাষ্ট্রে উৎপাদিত হওয়া  ইস্পাতের প্লেট, স্ল্যাবস, কয়েল, অ্যালুমিনিয়ামের রোল এবং টিউব সেইসাথে এ দুই ধাতুর কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হবে দেশগুলোকে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৯:০৭এএম/১/৬/২০১৮ইং)