• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ


প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২০, ৩:০০ PM / ৩১
গোপালগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত শেষ করার তাগিদ

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান বিভিন্ন উন্নয়ন মূলক কাজ দ্রæত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
শনিবার বিকেলে গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তাগিদ দেন। গোপালগঞ্জের জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১৭টি ইউপি ও ২টি পৌরসভায় এলজিইডি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পাকা রাস্তা, এইচবিবি রাস্তা, মাটির রাস্তা, ব্রিজ, কালভার্টের চলমান কাজ যথা সময়ে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, একান্ত সচিব-১ তোফাজ্জল হোসেন মিয়া, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, অতিরিক্ত সচিব ড. কাদির আকবর উল হক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবু বকর সিদ্দিক, প্রকল্প পরিচালক দীপক অধিকারী, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।