• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:৩৯ অপরাহ্ন

গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ২৫


প্রকাশের সময় : জুন ৪, ২০১৮, ২:৪৫ PM / ৩২
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ২৫

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মীও রয়েছেন। রাজধানী গুয়াতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দূরের ওই ফুয়েগো আগ্নেয়গিরি থেকে এখন পাথর, কালো ধোঁয়া ও অ্যাশ নির্গত হচ্ছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, এল রোডিও গ্রামে লাভা বয়ে যাওয়ায় বাড়ি-ঘর ধ্বংস ও জ্বলে-পুড়ে গেছে।

এদিকে, অ্যাশ নির্গত হওয়ার কারণে রাজধানীর লা অরোরা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জিমি মোরালেস বলেছেন, জাতীয়ভাবে জরুরি সেবা প্রদান শুরু করা হয়েছে। দেশের অন্তত তিনটি জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলেও জানান তিনি।

স্থানীয় বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৪ সালের পর এটি সবচেয়ে বড় অগ্ন্যুৎপাত।

স্থানীয় এক নারী বলেছেন, শস্য ক্ষেত্রে লাভা নির্গত হয়েছে এবং নিহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে মনে করেন তিনি।

গুয়াতেমালা সরকার বলছে, এই অগ্ন্যুৎপাতে প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, অ্যাশ নির্গত অব্যাহত থাকায় কর্তৃপক্ষ জনগণকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১:৪৫পিএম/৪/৬/২০১৮ইং)