• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন

গুরুদাসপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে রক্ষা পেল ১ হাজার হেক্টর জমি


প্রকাশের সময় : জুলাই ১২, ২০১৮, ৬:২১ PM / ৩৫
গুরুদাসপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে রক্ষা পেল ১ হাজার হেক্টর জমি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে সহকারী কমিশনারের (ভুমি) হস্তক্ষেপে একহাজার হেক্টর জমির ফসল ও ও রাস্তা-ঘাট, বাড়ী-ঘর রক্ষা পেল। পুকুরের পর পুকুর খননের কারনে ওই জলাবদ্ধতার সৃস্টি হয়েছে বলে এলাকাবাসী জানায়।

জানা যায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর, শ্যামপুর এলাকায় ওই জলাবদ্ধতার সৃষ্টি হলে বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনারের (ভুমি) গনপতি রায় তদন্ত করে ওই তিনটি পুকুরের পার কেটে দেয়। এতে রক্ষা পেল প্রায় এক হাজার হেক্টর জমি ও ঘর-বাড়ী-রাস্তা। ওই এলাকার পানি নিস্কাশনের নালার মুখে ওই গ্রামের নাটোর সদরের স্বাস্থ্য সহকারী ছলেমান আলী পুকুর কেটে পার বেঁধে দিয়েছিলেন। যার ফলে পানি নেমে যেতে না পারায় বিলের ফসল ও ঘর-বাড়ী ডুবে যায়। সহাকারী কমিশনার নেতৃত্বে পর পর তিনটি পার কেটে দিলে পানি নিশ্কাশন শুরু হয়। এতে এরাকাবাসী জনদুর্ভোগের হাত থেকে রক্ষা পেল। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান শওকত রানা লাবু, এসআই রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৬:১৯পিএম/১২/৭/২০১৮ইং)