• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

গুগলের বিশেষ ডুডল নববর্ষ উপলক্ষ্যে


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৭, ৮:৩২ AM / ৪১
গুগলের বিশেষ ডুডল নববর্ষ উপলক্ষ্যে

ঢাকারনিউজ২৪.কম:

বাংলা নববর্ষ ১৪২৪ উপলক্ষ্যে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন গুগল। গুগলের হোমপেজে গেলেই ব্যবহারকারীরা এটি দেখতে পাচ্ছেন।

ডুডলে দেখা যাচ্ছে, নববর্ষের সকালে মঙ্গল শোভাযাত্রায় যেসব প্লাকার্ড, ফেস্টুন ব্যবহার করা হয়ে থাকে তারই ছবি। গুগলের হোমপেজে গেলে দেখা যাবে যে, পেঁচা, রয়েল বেঙ্গল টাইগার, পাখি, হরিণ ও সূর্যমুখী ফুলের ফেস্টুনের স্বমন্বিত ছবি শোভা পাচ্ছে।

প্রসঙ্গত, কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ যে লোগো তৈরি করে থাকে, তাকেই গুগল ডুডল বলা হয়।

 

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৩১ এএম/১৪//২০১৭ইং)