• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০০ পূর্বাহ্ন

গাজীপুরের পরিবেশ বেশ ভালো ও শান্তিপূর্ণ আছে : স্বরাষ্ট্রমন্ত্রী


প্রকাশের সময় : জুন ২৪, ২০১৮, ১০:২৬ PM / ৪৪
গাজীপুরের পরিবেশ বেশ ভালো ও শান্তিপূর্ণ আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : (ইউএনবি) সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের পরিবেশ বেশ ভালো ও শান্তিপূর্ণ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

২৪ জুন(রোববার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সঙ্গে মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন।

‘নির্বাচন উপলক্ষে গাজীপুরে কোনো সমস্যা নেই’, বলেন কামাল।

‘গাজীপুরের পরিবেশ অবশ্যই ভালো। খারাপ হলে তো আমরা খবর পেতাম। খুব ভালোভাবে চলছে সবকিছু, খুব সুন্দর পরিবেশ রয়েছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন একটি সুন্দর নির্বাচন আমাদের উপহার দেবেন’, যোগ করেন মন্ত্রী।

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীনের সঙ্গে বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), আনসার ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রধানরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) সই করেন।

গাজীপুর সিটি করপোরেশনে ২৬ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১০:২৫পিএম/২৪/৬২০১৮ইং)