• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন

গাইবান্ধা-৩ উপ-নির্বাচন : জাপা’র প্রার্থী রুমান চৌধুরী’র নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ


প্রকাশের সময় : মার্চ ৮, ২০২০, ১১:৪২ PM / ৫২
গাইবান্ধা-৩ উপ-নির্বাচন : জাপা’র প্রার্থী রুমান চৌধুরী’র নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রুমানের নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জাতীয়পার্টির উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। কিশোরগাড়ী ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি আজাদুল ইসলাম সাবু সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ আসনের ছয় বারের সংসদ সদস্য মরহুম ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী’র ছেলে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রুমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন পাতা, মো. মামুনুর রশীদ চৌধুরি রুবেল, সদস্য সচিব মজিবুর রহমান, জাপা নেতা হাসান কবির তোতা, আনিছুর রহমান চৌধুরী বাদশা, রূপম চৌধুরী, হারুন-অর-রশিদ রঞ্জু, উপজেলা শ্রমিকপার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাপানেতা মোখলেছুর রহমান ও ইউপি সদস্য তোজাম্মেল হক প্রমূখ। এসময় উপজেলা ও ইউনিয়ন জাপা নেতাকর্মী ছাড়াও সমর্থক এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলার যুব সংহতির সভাপতি সাইফুল সরদার। এরপর রুমান চৌধুরী কাতুলী মোড়, বেংগুলিয়া মোড়, গনেশপুর বাজার, মেঘার মোড় ও কাশিয়বাড়ী বাজারে গণসংযোগসহ পার্টি অফিস উদ্বোধন করেন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/১১:৪৩পিএম/৮/৩/২০২০ইং)