• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৮:২১ অপরাহ্ন

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৯৬৫ জন


প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২০, ৮:৫১ PM / ৪২
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ১৯৬৫ জন

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় মঙ্গলবার করোনা ভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে বৃদ্ধি পেয়েছে ১২৬ জন। এদিকে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা এখনও ১৩ জন রয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত এসব রোগীরা সবাই গাইবান্ধা সদর হাসপাতালের আইসোলেসনে রয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ৯৬৫ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ৪৮, গোব্দিন্দগঞ্জে ৩১৮, সদরে ৩৩১, ফুলছড়িতে ৪১৭, সাঘাটায় ৫২১, পলাশবাড়িতে ২৬, সাদুল্যাপুর উপজেলায় ৩০৪ জন। এছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১০৫ জন রয়েছে বলে সিভিল সার্জন সুত্রে জানা গেছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:৪৬পিএম/২১/০৪/২০২০ইং)