• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত পিতা-পুত্র


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২০, ৭:৩৯ PM / ৪৫
গাইবান্ধায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত পিতা-পুত্র

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বরযাত্রীবাহী দ্রুতগামী মাইক্রো ও বাইক মুখোমুখি সড়ক দূর্ঘটনায় বাইক আরোহী পিতা পুত্র গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় চিকিৎসার জন্য রাতেই তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে।

প্রত্যক্ষদর্শিরা জানান, এসময় পলাশবাড়ী থেকে গাইবান্ধাগামী বাজাজ ডিসকাভার বাইক (দিনাজপুর-হ-১৩-১৯২৬) হাসপাতাল গেটে পৌঁছে। এদিকে গাইবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে বর যাত্রীবাহী দ্রুতগামী হায়েচ মাইক্রো (ঢাকা মেট্রো-চ-১৬-১৩৬৫) একইস্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মাইক্রোটি এসময় সড়কে উল্টে যায় এবং বাইকটি দুমড়ে মুচড়ে সড়কে ছিঁটকে পড়ে।

বাইক চালক দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বোয়ালগাড়ী এলাকার বাজার নামক গ্রামের বাবা ডা. নিরাপদ চন্দ ্র( ৪৫) তার ছেলে রাজদেব চন্দ্র (১৫) উপর্যুপরি আঘাতের চোটে গুরুতর আহত হন।

স্থানীয়রা ঘটনাস্থল হতে তাদের সজ্ঞাহীন উদ্ধার করে চিকিৎসার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরআগে থানা পুলিশ এব্ং ফায়ার সার্ভিস টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৭:৩৮পিএম/১২/৩/২০২০ইং)