• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

গজারিয়া নয়ানগর গ্রাম ভাঙ্গন আতংকে, মানুষ


প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২০, ২:৫৫ PM / ৩৫
গজারিয়া নয়ানগর গ্রাম ভাঙ্গন আতংকে, মানুষ

মহসিন রেজা মুন্সীগঞ্জ প্রতিনিধিঃএকদিকে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়! আরেক দিকে নদী ভাঙ্গনে আতঙ্ক!এভাবে জীবন যাপন করছে মেঘনার তীরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন নয়ানগর গ্রামের মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার নদী তীরবর্তী মানুষগুলোর দিন কাটছে ভাঙ্গা গড়ার আতংকে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।

জানাযায়, প্রতি বছর ভাঙনের সময় আশ্বস্ত করা হলেও কার্যত দীর্ঘ দিনের এ দাবি পূরণ হয়নি মেঘনা পাড়ের মানুষের। নদীর অনবরত ভাঙ্গনের শিকার হওয়া পরিবারের লোকজনের মধ্যে চলছে শুধু কান্না আর কান্না। প্রিয় বসতভিটাটিও শেষ পর্যন্ত নদী গর্ভে চলে যাওয়ায় কাঁদতে কাঁদতে অনেকে হয়েছেন বাকরুদ্ধ।

প্রিয় জন্মভূমি নয়ানগর গ্রামকে বাঁচাতে জরুরি ভিত্তিতে একটি স্থায়ী বাঁধ নির্মাণ করতে সরকারের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা..।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:৫৫পিএম/১৪/৭/২০২০ইং)