• ঢাকা
  • শনিবার, ১১ মে ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বহিরাগতদের সংঘর্ষে আহত ১৩


প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০১৮, ৯:১৩ AM / ৪৯
খুলনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বহিরাগতদের সংঘর্ষে আহত ১৩

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

১২ অক্টোবর, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের সামনের মাঠে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক ড. শরীফ হাসান লিমন জানান, বিকেল ৩টার দিকে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাঠে সিনিয়র ডিভিশন ফুটবল খেলা শুরু হয়। ওই সময় বহিরাগতরা এক ছাত্রকে মাঠে নাজেহাল করে এবং ধাওয়া দেয়। এতে অন্য ছাত্ররা উত্তেজিত হয়ে বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে উত্তেজিত ছাত্ররা বহিরাগতদের কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং তিনজনকে হলের রুমে আটকে রাখেন।

ড. শরীফ হাসান আরও জানান, বহিরাগত তিনজনকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

সিনিয়র ডিভিশন ফুটবল লিগ পরিচালনার জন্য খুলনা জেলা ক্রীড়া সংস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে ১২ থেকে ২০ অক্টোবর পর্যন্ত চুক্তিভিত্তিক মাঠ ব্যবহারের অনুমতি নিয়েছিল। (ইউএনবি)

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৯:১৩এএম/১৩/১০/২০১৮ইং)