• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ১১:০৫ অপরাহ্ন

খিরসাপাত আম জিআই পণ্যের নিবন্ধন পাওয়ায় শিবগঞ্জে আনন্দ র‌্যালী


প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০১৯, ১২:৫৯ AM / ৩৭
খিরসাপাত আম জিআই পণ্যের নিবন্ধন পাওয়ায় শিবগঞ্জে আনন্দ র‌্যালী

মোঃ আমিনুলহক, আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ) : ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছে ‘চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাত আম’। গেল রবিবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলামের হাতে জিআই সনদপত্র তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। জিআই সনদ অর্জনের ফলে দেশে খিরসাপাত আমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমকেন্দ্রিক অর্থনীতি জোরদার হবে। আর এতে আনন্দিত চাঁপাইনবাবগঞ্জ তথা শিবগঞ্জবাসি। আর এ আনন্দ ভাগাভাগি করে নিতে বুধবার সকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদোগে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জান, সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবং আমচাষী, সাধারণ জনগণসহ আম সংশ্লিষ্টরা র‌্যালিতে অংশ নেয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম তার এক প্রতিক্রিয়ায় জানান, শিবগঞ্জে এ আমটি প্রথম উৎভাবন হওয়ায় জেলার সবার আগে শিবগঞ্জবাসি র‌্যালিটি করতে পারায় শিবগঞ্জবাসী গর্বিত ও আনন্দিত। অন্যদিকে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার এসএম আমিনুজ্জামান জানান, আমচাষীরা গত কয়েকবছর ধরে আমের দাম না পাওয়ায় অনেকটা হতাশাগ্রস্থ। তবে খিরসাপাতের এ নিবন্ধন আমচাষী ও আম সংশ্লিষ্টদের জন্য এক বিরাট অর্জন। যা জেলার অর্থনীতিতে এক বিরাট অবদান রাখবে।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১:০০এএম/৩১/১/২০১৯ইং)