• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন

খাওয়ার টাকা নেই ভারত দলের!


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৭, ১১:২২ PM / ৪৫
খাওয়ার টাকা নেই ভারত দলের!

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : শোনে চোখ কপালে ওঠতে পারে সবার। কিন্তু কথাটা সত্য। খাবার টাকা নেই ভারতের যুব ক্রিকেট দলের। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। যে দলের সদস্যদের খাবারের জন্য তাদের বাড়ি থেকে টাকা আনতে হচ্ছে বলে খবর খোদ ভারতীয় মিডিয়ার।
সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ভারতীয় বোর্ড থেকে সরে দাড়াতে হয় সভাপতি অনুরাগ ঠাকুর ও বোর্ড সচিব অজয় শিরকেকে। তাদের স্থলে বিনোদ রাই, ডায়না এডুলজিরা প্রশাসক হিসেবে এসেছেন ঠিক। কিন্তু সাবেক প্রশাসকদের কক্ষে ঝুলছে তালা। সেটিই সমস্যার মূল কারণ হয়ে দেখা দিয়েছে। অনুরাগ ঠাকুর বা অজয় শিরকের যায়গায় টাকা বরাদ্দ দিতে সাক্ষর করবে কে এ নিয়েই জটিলতা। সঙ্গে আছে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তও।

ফলে টাকার জন্য পরিবারের কাছে হাত পাততে হচ্ছে রাহুল দ্রাবিডের শিষ্যদের। ভারতীয় যুব দলের এক সাপোর্টিং স্টাফ সংবাদ মাধ্যমকে জানিয়েছে,ন সঙ্গে টাকা না থাকায় অনেক ক্রিকেটারকেই নির্ভর করতে হচ্ছে পরিবারের উপর।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:১৫পিএম/৮/২/২০১৭ইং)