• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

ক্ষুদ্র আকৃতির প্রতিবন্ধী বৃদ্ধা সৈয়দা বিথি


প্রকাশের সময় : মার্চ ৫, ২০১৭, ৪:৩৪ PM / ৫৪
ক্ষুদ্র আকৃতির প্রতিবন্ধী বৃদ্ধা সৈয়দা বিথি

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা রোডে পিয়ারী মার্কেটে জমজম টেইলারিং হাউসে নিজের পোষাক তৈরীর জন্য বৃদ্ধ মায়ের সঙ্গে ২ ফিট ১১ ইঞ্চির শরীরে সাজুগুজু করে এসেছেন প্রতিবন্দি সৈয়দা বিথি খাতুন (৫১)।
সৈয়দা বিথি খাতুনকে দেখতে তৎক্ষণাত সর্বস্তরের উৎসুক জনতা ভীর জমে যায় জমজম টেইলারিং হাউসে।

জানা যায়, সাদুল্যাপুর উপজেলার ১১ নং খোদ্দকমরপুর ইউনিয়নের তরফজাহান গ্রামের মিলিকপাড়ার মৃত- সৈয়দ জয়নাল আবেদীন ও মাতা সৈয়দা জেবা আকতার ওরফে রুমি বেগমের কন্যা সৈয়দা বিথি খাতুন।

সৈয়দা বিথি খাতুন ১১ নং খোদ্দকোমরপুর ইউনিয়নের তালিকা ভুক্ত শাররিক ও বুদ্ধি প্রতিবন্দি হিসাবে প্রতিবন্দি ভাতাভোগী।

রোববার দুপুরে পলাশবাড়ীতে জমজম টেইলারিং হাউসে কথা হয় সৈয়দা বিথি খাতুন এর মা সৈয়দা জেবা খাতুনের সঙ্গে তিনি জানান তার কন্যা শুধু মাত্র প্রতিবন্দি ভাতা পান যা দিয়ে আমার কন্যার জীবন যাপনে হিমশিম খেতে হয়। আমি যতদিন বেচে আছি ততদিন চিন্তা করি না। কিন্তু আমার স্বামীর মতো আমি যেদিন চলে যাবো না ফেরার দেশে সেদিন আমার কন্যা কে কে দেখবে ওর কপালে কি ঘটবে ভেবে আমি আরো অসুস্থ হয়ে যাই। আমি ওর জন্য আপনাদের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করছি।

সৈয়দা বিথি খাতুন এর স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে তিনি দেশের প্রধানমন্ত্রী সহ দেশে ও জেলার বৃত্তশালী ব্যক্তিদের সহযোগীতা কামনা করেন।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৪:৩০পিএম/৫/৩/২০১৭ইং)