• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

ক্রিকেট বিশ্বকাপে বাসার ছাদে কেন বাংলাদেশের পতাকা উড়তে দেখা যায় না ?


প্রকাশের সময় : জুন ১১, ২০১৯, ১০:০০ PM / ৯০
ক্রিকেট বিশ্বকাপে বাসার ছাদে কেন বাংলাদেশের পতাকা উড়তে দেখা যায় না ?

এস এম হৃদয় রহমান : অনেকদিন ধরে একটা প্রশ্ন মাথায় বেশ ঘুরপাক খাচ্ছে। প্রশ্নটা হলো ক্রিকেট বিশ্বকাপের সময় কারো বাসার ছাদে কেন বাংলাদেশের পতাকা উড়তে দেখা যায় না? ফুটবল বিশ্বকাপ শুরুর আগে এবং শেষ হওয়া অবধি বাংলাদেশের ভবনগুলোর ছাদে পছন্দের ফুটবল প্রতিযোগী দেশের পতাকা লক্ষ্য করা যায়। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা প্রায় সব বাড়ীতেই দেখা যায়। অথচ সেই ফুটবল বিশ্বকাপে আজ পর্যন্ত কোন সময়ই বাংলাদেশ দল খেলেনি। সবচেয়ে মজার বিষয় হলো ক্রিকেট বিশ্বকাপে আমাদের নিজেদের দেশ খেললেও আমরা নিজের দেশের পতাকা বাসার ছাদে উড়াতে চাই না! আজ পর্যন্ত আমার চোখে পড়েনি ক্রিকেট বিশ্বকাপে কেউ বাংলাদেশের পতাকা টানিয়েছে এমনটা। বিগতদিনে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানী ফ্রান্সের পতাকা যেভাবে চোখে পড়েছে এবং অনেকের ভবনের রংও পতাকার রংএ রাঙিয়ে ফেলা হয়েছে এমনটা ক্রিকেট বিশ্বকাপের সময় কেন নিজের দেশের পতাকার বেলায় দেখা যায় না ? ব্রাজিল-আর্জেন্টিনার জন্য যে আবেগ ফুটবল বিশ্বকাপে আমাদের মধ্যে দেখা যায় সে আবেগ এবং ভালবাসা কি ক্রিকেট বিশ্বকাপের সময় নিজের দেশের জন্য থাকে না ? বাংলার কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, গরীব-মেহেনতী মানুষের আত্মদানের বিনিময়ে পাওয়া আমাদের পতাকা কি আমরা ক্রিকেট বিশ্বকাপের সময় নিজের ভবনে উড়াতে পারি না ? ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ একটি বিরাট অর্জন এই দেশের জন্য। বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে আরও উৎসাহ সৃষ্টি করতে এই পতাকা উড়ানোর কাজটি হতে পারে ভিন্নমাত্রার একটি পদক্ষেপ যা আমরা চাইলে সবাই করতে পারি।

লেখক : সংবাদিক।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:০০পিএম/১১/৬/২০১৯ইং)