• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০১৭, ৪:০৭ PM / ৩৫
ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : আজ ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, শনিবার। ১৩ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
• ১৭৭৪- ক্রিকেট খেলার আইনকানুন সূত্রবদ্ধ হয়।
• ১৮৬২- যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
• ১৯৩৩- জাপান লিগ অব নেশনস থেকে ইস্তফা দেয়।
• ১৯৪৫- মার্কিন বিমান টোকিও আক্রমণ করে।
• ১৯৫৪- সিরিয়ায় প্রেসিডেন্ট আদিব আল শিশাকলির স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণবিদ্রোহ শুরু হয়।
• ১৯৭২- বাংলাদেশকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া স্বীকৃতি দান করে।
• ১৯৭৭- কুমিল্লার ময়নামতিতে এক হাজার ৩০০ বছর আগের স্বর্ণমুদ্রার সন্ধান পাওয়া যায়।

জন্ম
• ১৭৭৮ : আর্জেন্টিনা, চিলি ও পেরুর মুক্তি আন্দোলনের পুরোধা জোসে দ্য সান মার্টি।

মৃত্যু
• ১৫৮৬- সম্রাট আকবরের সভাকবি বীরবল।
• ১৮৬৬- ইতালীয় দার্শনিক বেনোদেত্তো ক্রোচে।
• ১৮৯৯- সংবাদ সংস্থা রয়টারের জনক পল জুলিয়াস।
• ১৯৮৩- নাট্যকার টেনেসি উইলিয়াম।
• ১৯৫৭- কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।
• ২০০৯- ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৩ জন প্রাণ হারান।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:০৫পিএম/২৫/২/২০১৭ইং)