• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:২২ অপরাহ্ন

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কে খেলছেন কোন দলে


প্রকাশের সময় : মার্চ ১১, ২০১৭, ৮:৫৬ PM / ৪৬
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কে খেলছেন কোন দলে

 

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : শুক্রবার রাতে বার্বাডোজে অনুষ্ঠিত হয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ২০১৭ এর খেলোয়াড় নিলাম। ২৫৮ জন ক্রিকেটারকে তোলা হয়েছিল নিলামে। ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল ১৪ রাউন্ডের নিলামে বেছে নিয়েছে তাদের পছন্দের ক্রিকেটার। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এই টি-টুয়েন্টি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব আল হাসান। ক্রিকেটের তিন সংস্করনের সেরা এই অলরাউন্ডারকে ধরে রেখেছে তার দল জ্যামাইকা তাল্লাওয়াহস। নিলামে ছিলেন চার বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ, আনামুল হক, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু দল পাননি কেউই।
নিলামের চমক ছিল আফগানিস্তানের মোহাম্মদ নবি এবং রশিদ খানের দল পাওয়া। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৯০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে মোহাম্মদ নবিকে। আর ৬০ হাজার ডলারে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলে টেনেছে ১৮ বছর বয়সী রশিদ খানকে। গত ফেব্রুয়ারিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দুজনকেই দলে নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
নিলামের আরেক চমক ছিল ইংলিশ পেসার টাইমাল মিলসের দল না পাওয়া। অথচ আইপিএলের ইতিহাসে তিনিই সবচেয়ে দামি বোলার। দল পাননি পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ ও টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার শন মার্শও আছেন এই তালিকায়।
বর্তমান চ্যাম্পিয়ন সাকিবের জ্যামাইকা কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, লেন্ডল সিমন্সদের নিয়ে ভালো দলই গড়েছে। এবারের আসরটি অনুষ্ঠিত হবে ১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ফিকশ্চার এখনো হয়নি।
চলুন এবারে দেখে নেয়া যাক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কে খেলছেন কোন দলে।
সাকিবের জ্যামাইকা তাল্লাওয়াহস দল :
লেন্ডল সিমন্স, কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সামি, রবম্যান পাওয়েল, গিডরন পোপ, কেসরিক উইলিয়ামস, গ্যারি ম্যাথুরিন, জন-রাস জাগেশ্বর, ক্রিশমার সান্টোকি, জোনাথন ফু, কেনার লুইস, আন্দ্রে ম্যাকার্থি, ওডিন স্মিথ, ও’শেন থমাস, টিমোরি অ্যালেন।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলঃ
ক্রিস গেইল, ক্রিস মরিস (অধিনায়ক), বেন কাটিং, মোহাম্মদ নবি, এভিন লুইস, স্যামুয়েল বাদ্রি, জোনাথান কার্টার, তাবরেজ শামশি, ব্রেন্ডন কিং, ডেভন থমাস, শেলডন কটরেল, কিয়েরান পাওয়েল, ফ্যাবিয়ান অ্যালেন, শামার ব্রুকস, জেরেমিয়া লুইস, আলজারি জোসেফ, নিখিল দত্ত, কার্লোস ব্রাফেট।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স দলঃ
সোহেল তানভির, মার্টিন গাপটিল (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, ক্রিস লিন, রায়াদ এমরিট, রশিদ খান, জেসন মোহাম্মদ, স্টিভেন টেইলর, ভিরাস্যামি পারমল, রোশান প্রিমাস, গজানন্দ সিং, আসাদ ফুদাদিন, কেওন জোসেফ, স্টিভেন জ্যাকবস, স্টিভেন ক্যাটওয়ারু, সিমরন হেটমেয়ার, আলি খান।
বার্বাডোজ ট্রাইডেন্টস দলঃ
কিয়েরন পোলার্ড, কেন উইলিয়ামসন (অধিনায়ক), শোয়েব মালিক, ডোয়াইন স্মিথ, নিকোলাস পুরান, ওয়েইন পারনেল, রবি রামপাল, ওয়াহাব রিয়াজ, রেমন রেইফার, ক্রিস্টোফার বার্নওয়েল, ইমরান খান, ড্যামিয়ন জ্যাকবস, আকিল হোসেইন, রায়ান উইগিনস, টিনো বেস্ট, শামার স্প্রিঙ্গার, একিম ডোডসন।
সেন্ট লুসিয়া স্টারস দলঃ
ডেভিড মিলার, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), শেন ওয়াটসন, ড্যারেন স্যামি, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, জেরোম টেইলর, মারলন স্যামুয়েলস, কামরান আকমল, রাখিম কর্নওয়াল, কাইল মেয়ারস, শেন শিলিংফোর্ড, এডি লি, কেডি লেসপোরিস, সুনিল আমব্রিস, ওবেড ম্যাককয়, টিমিল প্যাটেল।
ত্রিনবাগো নাইট রাইডার্স দলঃ
ডোয়াইন ব্রাভো, ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক), সুনিল নারিন, হাশিম আমলা, ড্যারেন ব্রাভো, দিনেশ রামদিন, কলিন মুনরো, শাদাব খান, খেরি পিয়েরে, রন্সফোর্ড বিটন, জ্যাভন সার্লস, নিকিটা মিলার, উইলিয়াম পারকিনস, কেভন কুপার, ব্র্যাড হগ, অ্যান্ডারসন ফিলিপ, হামজা তারিক।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৫২পিএম/১১/৩/২০১৭ইং)