• ঢাকা
  • সোমবার, ১৭ Jun ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

কেরানীগঞ্জে ৪ কোচিং সেন্টার সিলগালা, জরিমানা


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০১৯, ৩:২০ PM / ৩৪
কেরানীগঞ্জে ৪ কোচিং সেন্টার সিলগালা, জরিমানা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : সরকারি আদেশ অমান্য করে কোচিং ব্যবসা চালানোর অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে চারটি কোচিং সেন্টার সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে জরিমানা করা হয়েছে ওই ৪ কোচিং সেন্টারের চার শিক্ষককে।

শুক্রবার(৮ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর ইমরান এ তথ্য জানান।

তিনি বলেন, সকালে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালানো হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করে কোচিং ব্যবসা পরিচালনা করায় চারটি কোচিং সেন্টার সিলগালা করা হয়।

মেজর ইমরান আরো বলেন, অভিযানে চারজন শিক্ষকের প্রত্যেককে এক হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৩:২২পিএম/৮/২/২০১৯ইং)