• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন

কৃষকরাই দেশের মেরুদন্ড : রাষ্টদূত কার্ল রবার্ট মিলার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০১৯, ৭:৩০ PM / ৮৪
কৃষকরাই দেশের মেরুদন্ড : রাষ্টদূত কার্ল রবার্ট মিলার

ঝিনাইদহ প্রতিনিধি : আমেরিকা ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার প্রধান মাধ্যম হচ্ছে কৃষি বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্টদূত কার্ল রবার্ট মিলার।আজ সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামে কৃষকদের ভূট্টা ক্ষেত পরিদর্শণ ও কৃষকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।এসময় ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।কৃষকদের সাথে মতবিনিময় কালে আমেরিকান রাষ্ট্রদুত আরো বলেন, এটা সত্য যে বাংলাদেশে উৎপাদিত ভুট্রা বিশ্বমানের। আমেরিকা ও বাংলাদেশের পার্টনার শিপের মাধ্যমে বিশ্বমানের এই ভুট্রার উৎপাদন আরো বাড়াতে হবে।তিনি আরো বলেন, আমেরিকা কঠোর পরিশ্রমের মাধ্যমে কৃষির উন্নয়ন করছে। আর বাংলাদেশের কৃষরাও যথেষ্ট পরিশ্রমী। তারাও তাদের শ্রম দিয়ে কৃষির আরো উন্নয়ন ঘটাবে ভবিষ্যতে।এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে আরো সহযোগীতায় এগিয়ে আসবে আমেরিকা। এতে করে দেশে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। চাষীরা ফসলের ভাল দাম পেয়ে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবে।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৩২পিএম/১২/২/২০১৯ইং)