• ঢাকা
  • রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত


প্রকাশের সময় : মার্চ ২৪, ২০১৯, ৭:৪৪ PM / ৪৪
কুড়িগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি : ‘‘এখনই সময় অঙ্গীকার করার-যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। রোববার বেসরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ এবং জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করে। সিভিল সার্জন কার্যালয় হতে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনোয়ারুল হক প্রামাণিক, সদর উপজেলা প.প. কর্মকর্তা ডা.নজরুল ইসলাম, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, আরডিআরএস কো-অর্ডিনেটর মাইদুল ইসলাম, নিরীক্ষণ কর্মকর্তা শাহজালাল, প্রোগ্রাম অর্গানাইজার হান্নান প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান সমূহ র‌্যালী ও আলোচনাসভায় অংশ নেয়।
বেসরকারি প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশ’র ২০১৮সালের জরিপ অনুযায়ী জেলায় প্রাথমিকভাবে যক্ষ্মা রোগী পাওয়া যায় ৩১হাজার ৭৫৮জন। এদের মধ্যে যক্ষ্মা রোগে আক্রান্ত্রের সংখ্যা ৩হাজার ৫১৯জন। যক্ষ্মায় আক্রান্ত উপজেলা পর্যায় ফুলবাড়িতে-২৫৮জন, নাগেশ^রীতে-৬৫৬জন, ভূরুঙ্গামারীতে-৩৮৬জন, সদরে ৫০৬জন, রাজারহাট-৩০৮জন, উলিপুরে-৬৪৩,চিলমারীতে-২৮৫জন, রৌমারীতে-৩৪২জন এবং রাজিবপুরে-১৪৫জন। মাল্টি ড্রাগ রেজিট্যান্স ৮জন।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৭:৪৪পিএম/২৪/৩/২০১৯ইং)