• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে জলাতঙ্ক নির্মূলে টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০১৮, ২:৪৩ PM / ৩৫
কুড়িগ্রামে জলাতঙ্ক নির্মূলে টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের উপর টিকাদান কর্মসূচি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: এস.এম আমিনুল ইসলাম। সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর ইউএনও আমিন আল পারভেজ, পৌরমেয়র আব্দুল জলিল, স্বাস্থ্য অধিদপ্তরের র‌্যাবিস কন্ট্রোল কনসালটেন্ট ডা: সৌরব হোসেন প্রমুখ।
এই কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলায় ১৬৩টি টিম সম্ভাব্য ২০ হাজার ৪শ’ কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে। বক্তারা এসময় জলাতঙ্ক নির্মূলে টিকাদানের পাশাপাশি কুকুরের জন্ম নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহনের পরামর্শ প্রদান করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস ও প্রাণিসম্পদ বিভাগ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।
(ঢাকারনিউজ২৪.কম/কেএস/২:৪৫পিএম/৪/১২/২০১৮ইং)