• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন

কিছু সংগঠন ভিত্তিহীন তথ্য দিচ্ছে : সেভ দ্য রোড


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০১৯, ৬:৫৯ PM / ৩৪
কিছু সংগঠন ভিত্তিহীন তথ্য দিচ্ছে : সেভ দ্য রোড

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নিরাপদ পথ-এর কথা বলে, যাত্রী অধিকারের কথা বলে কিছু সংগঠন ভিত্তিহীন তথ্য দিচ্ছে। এই সংগঠনগুলো ভিত্তিহীন তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদেরকে এখনই প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন সেভ দ্য রোড-এর নেতৃবৃন্দ।

সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদ-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে ২৬ জানুয়ারী সকাল ১০ টায় একটি সংগঠনের দেয়া বিভ্রান্তিমূলক তথ্য প্রদানের প্রতিবাদে অনুষ্ঠিত সভায় প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান গাজী এনামুল হক লিটন, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা আরো বলেন, নির্মম মুত্যু ও পথদূর্ঘটনা থেকে মুক্তির জন্য নাগরিক সচেতনতা তৈরির পাশাপাশি সেভ দ্য রোড-এর ৭ দফা বাস্তবায়নে নিবেদিত থেকে কাজ করতে হবে। একই সাথে মিরেরসরাইতে বঙ্গবন্ধু ফুটবল লীগেরখেলা শেষে ফেরার পথে অর্ধশত নিহত শিক্ষার্থীর স্মরণে ১১ জুলাইকে নিরাপদ পথ দিবস ঘোষণার দাবী জানান নেতৃবৃন্দ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৬:৫৮পিএম/২৬/১/২০১৯ইং)