• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

কাশ্মীর প্রসঙ্গে : আফ্রিদির উত্তরে জাভেদ আখতার


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০১৮, ১১:৫১ AM / ৪৭
কাশ্মীর প্রসঙ্গে : আফ্রিদির উত্তরে জাভেদ আখতার

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর বিষয়ক মন্তব্যের জন্য পাকিস্তান দলের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে পাল্টা জবাব দিলেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। গতকাল বুধবার(৪ এপ্রিল) টুইটারে এক মন্তব্যে তিনি এ কথা বলেন।

টুইটারে জাভেদ লেখেন, ‘মিস্টার আফ্রিদি। যদি আপনি একটি শান্তিপূর্ণ কাশ্মীর দেখতে চান তাহলে অনুগ্রহ করে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বলুন বিদ্বেষ না ছড়াতে৷ পাকিস্তানের সেনাবাহিনীকে বলুন বিচ্ছিন্নতাবাদীদের যেন মদত না দেয়৷ পাক সেনাবাহিনীর সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পগুলো বন্ধ করলেই সমস্যার সমাধান খুব দ্রুত হবে৷’

যদিও সাধারণ মানুষের মৃত্যু ও ভোগান্তির বিষয়টি এড়িয়ে গেছেন এ গীতিকার।

মঙ্গলবারই এক টুইটে কাশ্মীরের সমস্যার জন্য ভারতকে দায়ি করেন আফ্রিদি৷

তিনি লেখেন, ‘কাশ্মীরের মানুষের উপর অত্যাচার চলছে। নিষ্পাপ মানুষদের গুলি করে মারা হচ্ছে। কাশ্মীর নিয়ে অত্যাচারী হয়ে উঠেছে ভারত। ভারত অধিকৃত কাশ্মীরে যেভাবে স্বাধীনতার কণ্ঠরোধ করা হচ্ছে তা রীতিমত উদ্বেগজনক। এখন জাতিসংঘ আর অন্যান্য সব আন্তর্জাতিক সংস্থাগুলো কোথায়? তারা কেন এই রক্তপাত বন্ধ করছে না।’‌

মূলত ‘ভারত অধিকৃত কাশ্মীর’ উল্লেখ করায় ক্ষেপেছেন ভারতীয় নাগরিক ও সেলিব্রিটিরা।

এদিকে মঙ্গলবার আফ্রিদির টুইটের জবাব দেন আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর৷ তার মতে, আফ্রিদির বুদ্ধি অপরিণত।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১০:৫৫এএম/৫/৪/২০১৮ইং)