• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ের সতর্কতা ৮০ কিলোমিটারের বেশি বেগে


প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০১৮, ১:৩৫ PM / ৪৭
কালবৈশাখী ঝড়ের সতর্কতা ৮০ কিলোমিটারের বেশি বেগে

ঢাকারনিউজ২৪.কম/ডেস্ক:

বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।

সারা দেশে সোমবার কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটারের চেয়েও বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, সোমবার সকাল ১০টা থেকে ঢাকাসহ আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটি) বৈরী আবহাওয়ার কারণে সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
ঢাকারনিউজ২৪.কম/এসই/১:২৯পিএম/৩০/০৪/২০১৮ইং