• ঢাকা
  • শুক্রবার, ৩১ মে ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

কানাডায় দুটি ছোট বিমানের সংঘর্ষে নিহত ১


প্রকাশের সময় : মার্চ ১৮, ২০১৭, ৭:৪৮ PM / ৩৪
কানাডায় দুটি ছোট বিমানের সংঘর্ষে নিহত ১

ঢাকারনিউজ২৪.কম:

কানাডার মন্ট্রিলে শুক্রবার বিকেলে ছোট দুটি বিমানের সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার কানাডার গণমাধ্যমে একথা বলা হয়েছে।

মন্ট্রিলের দক্ষিণ প্রান্তের ব্যস্ত একটি বিপণি বিতানের ওপর বিমান দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের পর একটি বিমান একটি দোকানের ছাদে বিধ্বস্ত হয়। অপর বিমানটি মার্কেটের পার্কিং লটে বিধ্বস্ত হয়।

ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড অব কানাডা ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠিয়েছে।

  (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৭:৪৮পিএম/১৮//২০১৭ইং)