• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

কাদিয়ানি ইজতেমা বন্ধে আহমদ শফি’র হুঁশিয়ারি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০১৯, ৮:৩৫ AM / ৩০
কাদিয়ানি ইজতেমা বন্ধে আহমদ শফি’র হুঁশিয়ারি

ঢাকারনিউজ২৪.কম, চট্টগ্রাম : পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য কাদিয়ানি ইজতেমা বন্ধের জন্য ফের হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

গততকাল মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় শাহ আহমদ শফি বলেন, পঞ্চগড়ে কাদিয়ানীদের ৩দিন ব্যাপী ইজতেমার আড়ালে কাদিয়ানি সম্মেলন করার যে আয়োজন করেছেন তা অবিলম্বে বন্ধ করুন। সরকার যদি পঞ্চগড়ে কাদিয়ানী সম্মেলন বন্ধ না করে, আমি (আহমদ শফি) পঞ্চগড়ে গিয়ে আন্দোলন করে বন্ধ রুখে দেব।

আল্লামা শফি আরও বলেন, কাদিয়ানীরা পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। অর্থাৎ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (দঃ) কে সর্বশেষ নবী তারা মানে না। আর এতেই তারা নিশ্চিভাবে কাফের। অথচ নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, কাদিয়ানিদের এই সম্মেলন অবিলম্বে বন্ধ করতে হবে। কাদিয়ানিদের এ সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানাচ্ছি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৮:৩৫এএম/১৩/২/২০১৯ইং)