• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

কাকরাইল মসজিদে মুসল্লীদের দুই পক্ষের হাতাহাতি


প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০১৮, ৪:৪৪ PM / ৭৩
কাকরাইল মসজিদে মুসল্লীদের দুই পক্ষের হাতাহাতি

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর কাকরাইল মসজিদে দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি ও শূরা সদস্য মাওলানা সা’দ কান্ধলভির পক্ষের ও বিরোধীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ ২৮ এপ্রিল(শনিবার) দুপুরে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিবদমান দুটি পক্ষকে মসজিদ এলাকা থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এইচ এম আজিমুল হক জানান, দুই পক্ষকে সরিয়ে দেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, শৃঙ্খলাবিরোধী এমন কর্মকাণ্ড যাতে আর না ঘটে, সে জন্য উভয়পক্ষকে নিয়ে বসে শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। অার তারা স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এ বিষয়ে তাবলিগ জামাতের মুরব্বি জুনায়েদ সিদ্দিকী বলেন, ‘বিতর্কিত মাওলানা সা’দ-বিরোধীরা ঝামেলা করার জন্য বাইরে থেকে কিছু যুবককে নিয়ে মসজিদে অবস্থান নেয়। মসজিদে যাদের আনা হয়েছিল, তারা তাবলীগের কেউ নয়। তারা বিভিন্ন কওমি মাদরাসার ছাত্র।’

মাওলানা সাদ কান্ধলভিকে নিয়ে বিভেদের সৃষ্টি হয়েছিল সর্বশেষ বিশ্ব ইজতেমায়। ওই সময় তাকে টঙ্গীতে ইজতেমার মাঠে যেতে দেওয়া হয়নি।

মাওলানা সা’দ কান্ধলভি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াসের (রহ.) নাতি।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:৩৬পিএম/২৮/৪/২০১৮ইং)