• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

কাউন্সিলর দিনার বিরুদ্ধে ইন্ধনদাতারা সরে যান


প্রকাশের সময় : জুন ১৭, ২০২০, ২:৪৪ PM / ৩৫
কাউন্সিলর দিনার বিরুদ্ধে ইন্ধনদাতারা সরে যান

সোনিয়া দেওয়ান প্রীতি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা ইতিমধ্যেই করোনার মতো মহামারীর সময়ে নিজের জীবন বাজি রেখে সাধারন মানুষের কল্যাণে কাজ করে তার সৎ কর্মগুণে সকলের প্রিয় ও আস্থাভাজন হয়ে উঠেছেন। সমগ্র নারায়ণগঞ্জবাসীর সাপোর্ট তার সাথে রয়েছে। সুতরাং তাকে নিয়ে যারা খেলতে চাইছে, তাদের সৎ কর্মগুণ না থাকলেও অতিরঞ্জিত কারসাজির কারণে অসৎ কর্মগুণ বেড়িয়ে আসতে পারে। কেননা মোবাইল-ফেসবুকের যুগে সবই এখন ওপেন হয় এবং সাধারন জনগণ তা বুঝতে পারে। জনগণ এখন আর বলদ নাই। কোনটা সত্য আর কোনটা মিথ্যে নাটক তা জনগণ খালি চোখেই বুঝে। তাই বলব- এখনও সময় আছে, অভিযুক্তরা আয়শা আক্তার দিনার কাছে ক্ষমা চেয়ে আবার আসুন আমরা যে যার জায়গা থেকে সবাই মিলেমিশে একসাথে করোনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াই। তার আত্মীয়ের সাথের সমস্যায় নিজেদেরকে জড়ানো বাদ দেন। তাদের নিজেদের সমস্যা নিজেদেরকে সমাধান করতে সুযোগ দিন। তাছাড়া আয়শা আক্তার দিনার অবস্থান অনুযায়ী যে ছাত্রলীগ সদস্যদের কথা জেনেছি, তারা দিনার পেটের সন্তানের মতো। মায়ের সাথে সন্তানরা কোনোদিন প্রতিযোগিতা করে টিকতে পারে না। তবে ইন্ধনদাতারা পেছন থেকে সরে যান। ইতিমধ্যেই সাধারন জনগণ থেকে শুরু করে মিডিয়াকর্মীরাও জেনে গেছে যে পেছনের ইন্ধনদাতা কারা। আর নাহয় ছাত্রলীগের ছেলেদের এত সাহস হয়নাই একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর হাত তোলা বা এভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। আওয়ামীলীগ-বিএনপির রাজনৈতিক বিরোধিতা এখানে আর শো করবেন না। আল্লাহকে ভয় করুন, নাকের ডগায় আজরাঈল দাঁড়িয়ে আছে। যদি এই নাটকিয়তা চলতেই থাকে, তাহলে বাধ্য হবো সাংবাদিকতা বাদ দিয়ে নারী হয়ে নারীর পাশে দাঁড়িয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সহ দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে। আপনারা ভুলে যাবেন না এ দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সিটি মেয়র একজন নারী, যাকে আঘাত করছেন সেও একজন বীর যোদ্ধা নারী। যতবারই আমরা নারীরা নিজেদের সৎ কর্মগুণে সামনে এগিয়ে চলি, ততবারই পিছিয়ে পরারা পেছন থেকে টেনে ধরার অপচেষ্টা করে। এটি আজ নতুন নয়, সৃষ্টির আদিকাল থেকেই এটি হয়ে আসছে। তাই এই ধরনের যুদ্ধে জয়ী হতেও নারীরা আদিকাল থেকেই শিখে এসেছে। সুতরাং দল-মত নির্বিশেষে আসুন, দেশের এ ক্রান্তিলগ্নে কেউ কারও পেছনে না লেগে দেশের জন্য মানবতার কল্যাণে কাজ করি। নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান যেখানে এই সমস্যার সুষ্ঠু সমাধানের দায়িত্ব নিয়েছেন এবং তিনি যেখানে আয়শা আক্তার দিনাকে ছোট বোনের মতো স্নেহ করেন, সেখানে আপনারা শামীম ওসমানের চেয়ে কত বড় হ্যাডমের নেতা? আবারও বলছি- আল্লাহকে ভয় করুন এবং কাঁদা ছুড়াছুড়ি করে মহামারীর সময় নিজেদের সম্মান নষ্ট করবেন না। ক্ষমা মহৎ গুণ। ক্ষমা কাউকে ছোট করে না। ক্ষমা করতে শিখুন, ক্ষমা চাইতে শিখুন।

সোনিয়া দেওয়ান প্রীতি
সাংবাদিক ও মানবাধিকার কর্মী

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৪৪পিএম/১৭/৬/২০২০ইং)