• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন

কলকাতায় বাংলাদেশের ২১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০১৮, ১২:০৩ PM / ৫৪
কলকাতায় বাংলাদেশের ২১ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : কলকাতার নন্দনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাউথ এশিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (এসএএসএফএফ)। আর এবারের উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশি নির্মাতাদের ২১টি চলচ্চিত্র।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়া- এফএফএসআই (ইআ) আয়োজিত এ উৎসব শুরু হবে ৩০ মার্চ, পর্দা নামবে ৯ এপ্রিল।

এ উৎসবে বিভিন্ন দেশের ১৭৯টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেই তালিকা পাওয়া গেছে ফেসবুক পেজে।

উৎসবের নবম দিন ৭ এপ্রিল প্রর্দশিত হবে শহীদ বাদলের ‘টাইগার অ্যান্ড ওম্যান’, সাইফুল ওয়াদুদ হেলালের ‘দ্য সেকরেড ওয়াটার’, ফরিদ আহমেদের ‘ট্রু ফলস অ্যান্ড দ্য রেভ্যুলুশন’, নজরুল ইসলাম চৌধুরীর ‘স্ট্রিট হকার অব নিউজপেপার’ ও শারমীন দোজার ‘আর্কিটেকচার অ্যান্ড এনভাইরনমেন্ট ইন ঢাকা সিটি’।

পরদিন প্রদর্শিত হবে খন্দকার সুমনের ‘স্প্রান ফ্রম দ্য বডি’, নাহিদা সুলতানার ‘ঘুড়ি’, শান্তনু হালদারের ‘সার্কেল’, শাহাদাত রাসেলের ‘ডেফিনেশন অব পলিটিকস’, সন্দীপ কুমার বিশ্বাসের ‘দ্য ম্যাজিক ব্রিজ’, তাসমিয়াহ আফরিন মৌ-র ‘স্টেটমেন্ট আফটার মাই পয়েট হ্যাজবেন্ডস ডেথ’, নুহাশ হুমায়ূনের ‘পেপারফ্রগস’, হানিফ পারভেজের ‘নেমেসিস অব নেচার’, তানজিনা রহমানের ‘ফিউনেরাল’, সৈয়দ মুহাম্মদ জুবায়েরের ‘দ্য লাস্ট মিটিং’, রহমান লিনেনের ‘দ্য ফ্রি স্পিরিট’ ও শাহরিয়ার চয়নের ‘গন্তব্যহীন’।

উৎসবের শেষদিন ৯ এপ্রিল প্রদর্শিত হবে এস এম কামরুল আহসানের ‘দ্য স্মেল’, আর এ রাহুলের ‘দ্য হিউম্যান’, কায়সার আহমেদের ‘হ্যাং ইন দ্য ব্যালেন্স’ ও মোহাম্মদ সামিউল মুয়েদের ‘রুলেট’।

(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১২:০২পিএম/১৪/৩/২০১৮ইং)