• ঢাকা
  • সোমবার, ১৩ মে ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

করোনায় হাজার পেরোলো নারায়ণগঞ্জ


প্রকাশের সময় : মে ২, ২০২০, ৫:৫৩ PM / ৩০
করোনায় হাজার পেরোলো নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ, ডেস্ক : করোনাভাইরাস আক্রান্তে ১ হাজারের কোঠা পার করে ফেলেছে নারায়ণগঞ্জ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম। এছাড়া এ সময়ের মধ্যে জেলায় আরো ৪ জনের মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (২ মে) সকাল সাড়ে ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি এ তথ্য জানান। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জনের সুস্থ হওয়ার সংবাদও জানান তিনি।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৬৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ৩১৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১০৪৭ জনের ফলাফলে পজেটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১০৪৭ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু ৪৬ জন আর সুস্থ হয়েছেন ৪২ জন।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৫:৫২পিএম/২/৫/২০২০ইং)