• ঢাকা
  • রবিবার, ১৬ Jun ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

কপিল-গিনির বিয়ে সম্পন্ন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০১৮, ৪:১৪ PM / ৫৩
কপিল-গিনির বিয়ে সম্পন্ন

ঢাকারনিউজ২৪.কম, ডেস্ক : দীর্ঘদিনের বান্ধবী গিনি চাতার্থের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা।

টাইম নাউয়ের প্রতিবেদনে জানান হয়, ১২ ডিসেম্বর ভারতের অমৃতসরে অবস্থিত একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বিয়ে। পর পর দুইটি অনুষ্ঠানের মধ্যদিয়ে গাঁটছড়া বাঁধেন তারা।

ভারতের পাঞ্জাবের শিখ রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন গিনি-কপিল। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন আত্মীয়, বন্ধু ও কপিল অনুষ্ঠানের সংশ্লিষ্টরা। তাদের বিয়েতে গান গেয়েছেন রিচা শর্মা। বিয়েতে বর-কনে দুই জনই পরেন তাদের ঐতিহ্যবাহী পোশাক।

প্রথম পর্বের বিয়ের অনুষ্ঠানে কপিল পরেছেন সবুজ শেরওয়ানি, একই রঙের দুটি মালা আর মাথায় সাদা পাগড়ি। পাগড়িতে ছিল সাদা ও সবুজ কারুকাজ খচিত পাথর। এদিকে গিনি পরেন লাল লেহেঙ্গা। আপাদমস্তক গয়নার সাজে সেজে ছিলেন তিনি। বরের সঙ্গে মিল রেখে সবুজ গয়নাও পরেন গিনি।

দ্বিতীয় পর্বের এ বিয়ের অনুষ্ঠানে গিনি-কপিলের সাদা-গোলাপির সাজ নজর কেড়েছে উপস্থিত অতিথিদের। পরে গতকাল ১৪ ডিসেম্বর ভারতের জালন্ধরে একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন তারা। এরপর মুম্বাইতেও আরেকটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন এ দম্পতি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/৪:১৭পিএম/১৫/১২/২০১৮ইং)