• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

ঐক্য বা জোট বাদ দিয়ে ভোট নিয়ে ভাবুন : মোমিন মেহেদী


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০১৮, ৯:৫২ PM / ২৫
ঐক্য বা জোট বাদ দিয়ে ভোট নিয়ে ভাবুন : মোমিন মেহেদী

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ঐক্য বা জোট বাদ দিয়ে ভোট নিয়ে ভাবুন। এত বড় বড় বুলি যারা আউড়াচ্ছেন, তাদের ভোটের ঝুড়ি সবসময় শূণ্য থাকে। কেননা, নাগরিক অধিকার বা বাংলাদেশের স্বার্থ নিয়ে এরা ভাবে না। কেবলই ক্ষমতায় আসা আর থাকার চেষ্টায় অন্ধ হয়ে গেছে, এই অন্ধত্ব থেকে বেরিয়ে এসে সত্যিকারের সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে তৈরি হোন। তা না হলে মীরজাফর, ঘশেটি বেগমদের মত অবিরত মানষিক ভারসাম্যহীনতায় হারিয়ে যাবে কালের আবর্তে। ২৫ সেপ্টেম্বর বিকেল ৩ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার গাজী একরামুল হক লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ঐক্য বা জোট নয়, ভোটের রাজনীতি চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, যুগ্ম মহাসচিব ও যশোর জেলা এনডিবির সভাপতি হাসান জাহিদ, ঝিনাইদহ জেলা এনডিবির সভাপতি ডা. আনোয়ারা খানম, কুস্টিয়া জেলা এনডিবির সভাপতি আমিনুল ইসলাম লাল্টু প্রমুখ বক্তব্য রাখেন। পুরান ঢাকা কৃতি সন্তান নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার লায়ন সাইদুজ্জামান জাহিদ-এর সৌজন্যে তাঁর রেস্তোরায়ে লালবাগ-এ অনুষ্ঠিত সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির নতুন ৩ প্রেসিডিয়াম মেম্বারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী। নতুন প্রেসিডিয়াম মেম্বারগণ হলেন- গাজী একরামুল হক লিটন, লায়ন সাঈদুজ্জামান জাহিদ ও রোটারিয়ান সুদেব চক্রবর্তী সিআইপি।

(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/৯:৫২পিএম/২৫/৯/২০১৮ইং)