• ঢাকা
  • সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

এ সরকারের আমলে মৃত্যুর মিছিল বেড়েই চলছে : খালেদা


প্রকাশের সময় : জুন ১৩, ২০১৭, ১১:৩৭ PM / ৪৬
এ সরকারের আমলে মৃত্যুর মিছিল বেড়েই চলছে : খালেদা

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : তিন জেলায় পাহাড় ধসে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করারও আহ্বান জানিয়েছেন তিনি। খালেদা জিয়া বলেন, ‘সারাদেশে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। এ সরকারের আমলে মৃত্যু, মৃত্যু আর মৃত্যু। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে।’
তিনি বলেন, ‘এ সরকারের লোকজন মহানন্দে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়। দেশের মাটির প্রতি তাদের কোনো খেয়াল নেই।’
রাজধানীর গুলশানে মঙ্গলবার ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক ইফতার পার্টিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
এসময় ক্ষমতাসীনদের উদ্দেশে তিনি বলেন, ‘সরকার উন্নয়নের কথা বলে বেড়াচ্ছে। সারাদেশের রাস্তাঘাট দেখলেই বোঝা যাচ্ছে কী উন্নয়ন হচ্ছে।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকতে চায়। নির্বাচনে জেতার জন্য যাদের সুবিধা দেওয়ার দরকার, তাদেরকে প্রয়োজনের চেয়ে বেশি সুবিধা দিয়ে যাচ্ছে। সরকার মনে করে, তাদের জন্যই কাজ করলে চলবে, সাধারণ মানুষের প্রতি কোনো খেয়াল নেই সরকারের।’
তিনি বলেন, ‘যেভাবে বিদ্যুৎ-গ্যাসের বেড়েছে, সাধারণ মানুষ সেই বিল দেবে নাকি ছেলেমেয়ের স্কুলের খরচ মেটাবে? সাধারণ মানুষের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।’
সাবেক এই প্রধানমন্ত্রী আরো বলেন, ‘ঈদের আর কয়েক দিন বাকি, অথচ বাজারগুলোতে কোনো ব্যবসা নেই।’
এসময় গত ১০ বছর দেশে কোনো ভোট হয়নি দাবি করে তিনি বলেন, ‘মানুষ ভোটকেন্দ্র যেতে পারে না। কিন্তু আগামীতে দেশে ভোট হবে, সেই ভোটে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এতে দেশের মানুষ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে।’
খালেদা জিয়া বলেন, ‘নির্বাচনকালীন এমন একটি সরকার হবে সেই সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। শেখ হাসিনা সরকার কমিশনকে সহায়তা করবে না, তাদরে চিন্তা ভিন্ন।’
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে ইফতার পার্টিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, কল্যাণ পার্টির চেয়ার‌ম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাপ ভাসানীর সভাপতি আজহারুল ইসলাম, এনডিপির খন্দকার গোলাম মোস্তফা, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে সেলিমা রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, খন্দকার মাহবুব হোসেন, আহমদ আজম খান, রুহুল আলম চৌধুরী, আবদুস সালাম, হাবীবুর রহমান হাবীব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া লেবার পার্টির মহাসচিব হামুল্লাহ আল মেহেদীসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ইফতার পার্টিতে যোগ দেন।
(ঢাকারনিউজ২৪.কম/এসডিপি/১১:২৫পিএম/১৩/৬/২০১৭ইং)