• ঢাকা
  • শনিবার, ১৮ মে ২০২৪, ১১:০০ অপরাহ্ন

এলএলবি পরীক্ষায় অসদুপায়, ২৫ পরীক্ষার্থী বহিষ্কার


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২০, ৮:১৮ PM / ৩৯
এলএলবি পরীক্ষায় অসদুপায়, ২৫ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল সংবাদদাতা : বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি প্রথম বর্ষে ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর সরকারি ব্রজমোহন কলেজ (বিএম) কেন্দ্রে থেকে ওই ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজীব আহমেদ জানান, এলএলবি প্রথম বর্ষের টর্ড আইন বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। মোট ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তদারকির দায়িত্বে ছিলেন তিনি (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজীব আহমেদ) ও অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস পরীক্ষা। এসময় কেন্দ্রের বিভিন্ন কক্ষে অসদুপায় অবলম্বনের দায়ে ২৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আগামী পরীক্ষাগুলোতে নকলমুক্ত পরিবেশে সম্পন্নের জন্য জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজীব আহমেদ।

(ঢাকারনিউজ২৪.কম/কেএস/৮:১৭পিএম/২২/২/২০২০ইং)