• ঢাকা
  • শনিবার, ০১ Jun ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

এরশাদের সব কথার উত্তর দিতে নাই : নাসিম


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০১৮, ২:৪৯ PM / ৪১
এরশাদের সব কথার উত্তর দিতে নাই : নাসিম

 

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ১৪ দলের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীরস সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এইচ এম এরশাদের সব কথার উত্তর দিতে নাই।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক যৌথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মতিঝিল এজিবি কলোনী কমিউনিটি সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত প্রতিনিধি সভায় সোমবার এরশাদ বলেছিলেন দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্যের কোঠায়। দেশে নারী নির্যাতন বেড়ে গিয়েছে।

মাহবুবউল আলম হানিফ বলেন, সিএনএন’র অনলাইনে এসেছে বাংলাদেশে ১২৫টি জঙ্গি সংগঠন আছে। আমি মনে করি এতে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা রয়েছে।

তিনি বলেন, জাফর ইকবালের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। লন্ডনে বসে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র এটি। জামায়াতকে নিষিদ্ধ করার পর সংগঠনটি বিভিন্ন নামে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা আবুল হোসেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, জাতীয় পার্টির (মঞ্জু) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া প্রমুখ।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/২:৫০পিএম/১৩/৩/২০১৮ইং)