• ঢাকা
  • রবিবার, ০৫ মে ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জি এম কাদের


প্রকাশের সময় : জুলাই ১, ২০১৯, ১১:৫৭ AM / ২৪
এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জি এম কাদের

ঢাকারনিউজ২৪.কম, ঢাকা : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখন অক্সিজেন সাপোর্টে (কৃত্রিম শ্বাস) আছেন।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বিষয়টি জানান।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এখনও তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

এদিকে রবিবার বিকেলে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে জানান, শ্বাসকষ্টে ভুগছেন বিরোধীদলীয় নেতা ও জাপা চেয়ারম্যান এরশাদ। তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে।
এর আগে রবিবার সকাল থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়। তবে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল।

গত বুধবার সকালে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ৮৯ বছর বয়সী এ রাজনৈতিক নেতা কয়েক মাস ধরেই অসুস্থ। গত নভেম্বরের পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে দেখা যায়নি তাকে। তাছাড়া গত আট মাসে বিভিন্ন সময়ে সিএমএইচ এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেছেন তিনি।
(ঢাকারনিউজ২৪.কম/আরএম/১১:৫৭এএম/১/৭/২০১৮ইং)