• ঢাকা
  • শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

এরশাদের নতুন জোটের ঘোষণা ১৫ এপ্রিল


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০১৭, ৮:৫৩ PM / ৩৮
এরশাদের নতুন জোটের ঘোষণা ১৫ এপ্রিল

ঢাকারনিউজ২৪.কম:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আগামী ১৫ এপ্রিল আসতে পারে বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। এ ব্যাপারে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। কেউ চাইলে এ জোটে শরিক হতে পারে বলে জানিয়েছেন জাপা মহাসচিব।

শনিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হাওলাদার এসব কথা জানান।

রুহুল আমীন হাওলাদার বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে নির্বাচনের লক্ষ্যে জাতীয় পার্টি প্রার্থী বাছাইয়ের কাজ করে যাচ্ছে। জোট গঠনের জন্য বিভিন্ন দলগুলোর সাথে আলোচনা চলছে। আশা করছি আগামী মাসের ১০ তারিখের মধ্যে আলোচনা শেষ হবে এবং ১৫ তারিখের মধ্যে জোটভুক্ত দলগুলোর নাম ঘোষণা করা হবে।’

জাপা মহাসচিব জানান, চেয়ারম্যান এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের ৩২ জন প্রেসিডিয়াম সদস্যের উপস্থিতিতে নতুন জোটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ‘এরই মধ্যে ৩৫টি দলের সাথে আলোচনা হয়েছে। এখনো কোনো বিষয়ে চূড়ান্ত হয়নি। অনেকে ফ্রন্ট করে এসেছে। ১০টি দল নিয়ে একটি জোটও আছে আলোচনায়। এরকম অনেকগুলো প্রস্তাব এসেছে।’

আগামী নির্বাচনে প্রার্থীদের সম্পর্কে তিনি বলেন, ‘ইতোমধ্যে প্রায় ৮০০ জনের মতো প্রার্থীর তালিকা আমাদের কাছে এসেছে। আমরা যাচাই-বাছাই করছি।’

 

 (ঢাকারনিউজ২৪.কম/এনএম /০৮.৫০পিএম/২৫//২০১৭ইং)